-দ্রোহ বিদ্রোহ সুঁপেছে প্রাণ
উজার পাথারে
রৌদ্র চরাচরে সে কি নির্লিপ্ত হোলি খেলা
প্রখর রৌদ্র তাপের মর্মধ্বনী;
আকুলিবিকুলী যন্ত্রণা সয়ে সয়ে বাঁচার বিদ্রুপে
তৃঞ্চা জঁপে জঁপে মরে মরে বেঁচে উঠে
পোড়া তাপে!
যেন আগুনে পোড়া কয়লা বুনে যায়।
দ্রোহ বিদ্রোহ সুঁপেছে প্রাণ
এখন যৌবন বেলা;
কত কত তাপে মৃত্যু ঘন অভিশাপ?
সেই সাঁপে সুঁপিতে প্রাণ মুক্ত কর হে যাতনা গ্লানী।
পোড়া ঘায়ে দক্ষিণা হাওয়া
আচমকা সুখ বুলায়ে সরে যায় দূরে ঐ মেঘের মতো
পালিয়ে পালিয়ে কোন সে দিগন্ত পারে।
মেঘ বলে যাব যাব,
তোমার যৌবন বেলা আঙিনা ঘন ঘোরে
চেতনার আগল খুলে ভেজাব আশার জলে
মৃত্তিকা সোদা গন্ধ শুকে সর্বসহা প্রাণ জুড়াবে।
১৪২৫/বৈশাখ/ গ্রীষ্মকাল।