--পিচঢালা পথ


পিচঢালা পথ রক্ত চুষে না,
মৃত্তিকার মতো
রক্ত ছাপ আঁকে, নিকোষ কালো গায়!
পিচঢালা পথ হয়ে উঠে গুহা প্রেত্তা
লালরক্তের দাগ বয়ে বেড়ায় যুগ যুগ ধরে।

এ যে নগর সভ্যতার
অসয্য হন্তারক যাতনা!
বুনো শোক তারিয়ে বেড়ায়
নিত্য প্রহরে প্রহরে
পথে যেত ভয় হয় আমার
ত্যাজপাতা জীবনে মানে খুঁজা ভার!
বারং বার বারংবার পথে
থুমকে যেতে হয় বিপন্নতায়।

বেঁচে থাকার মন্ত্রে, তথা জন্য
পথে যেতে দ্রুত লয়ে
নিছক জীবনের জন্য তথা বাঁচবার
পিচঢালা পথে সোদা মাটির গন্ধ নাই
দ্রোহ বিলায় নিত্য।


১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।