______অতীত ভাবনা
নতুন করে অতীত ভাবনার
প্রচ্ছদ আঁকে;
শরৎ কাল।
সেই শরৎ এসেছে
সাদা মেঘে ভেসে ভেসে।
রং লাগা ঐ বর্ষার; শরীরে মেখে
বানের ঘোলা জল
সোদা মাটির গন্ধ মাখা;
রসালো কাদায় বালি হাঁসের পায়ের ছাপ আঁকা।
খসে পড়া পালকের
শরীর তির তির করে কাঁপে
হাওয়ায় সোদামাটির গন্ধ ভরে।
নতুন করে অতীত ভাবনার
আকাশ খোলা! নীল হাসে
আজ ৫ ভাদ্র ১৪৩০