----আঁকে ভালোবাসা

আমার সাথে সাথে পথিক হাঁটে
আর পথিকের সাথে আমি
পথের সাথে সাথে পথিক মেলা
একলা এখন আমি!
একলা আমি একলা সেই পথে
যায় যে বেলা পিছন ফিরে আর চায় না!
আবার উঠবে বলে
সদা তৎপর! চলে দ্রুত লয়।

লীন আর লয় যায় হউক, পথতো ঠিকই রয়
আঁধার কালো বিভ্রম বটে, স্বপ্ন ঘুমে রয়
নিদ্রা সুখ যায় টুটে স্বপ্ন জাগে, ধুলোর পথে।
এমনি প্রচ্ছন্ন আর ছায়ার আবেশ এ ধরণী তল
মোহ মায়া তাই তো নিত্য জেগে রয়!
দিন রাত্রির মহা মিলন, পথিক দেখে দেখে সয়।

পথিক আমার কোজাগরি জোছনা
বিরহ যাতনা সমব্যথা একলা একলা
পথে পথেই কালের দর্পণ! আঁকে ভালোবাসা।

১৪২৫/অগ্রহায়ণ/হেমন্তকাল।