--মর্মমূলে যাতনা ব্যথা নিত্য ঘুরে সদল বলে
মর্মমূলে যাতনা ব্যথা নিত্য ঘুরে সদল বলে
সুখের আশায় স্বপ্নের ফাঁদে যাপিত কাল চলে
নেই তো দেখা আশার প্রথা ইনিয়ে বিনিয়ে আসে
দু:খের সাগর যেই সমুখে পালিয়ে সোদা বাঁচে
আধো বলে তা ধিন ধিনতা সকাল দুপুর সাঁঝে
সেই রসিতে টান ধরেছে স্বপ্ন সারি সারি রৌদ্ররে
আকাশ চেয়ে রয় নীল মেখে মেঘের ছায়া মাগে
বৃষ্টি ঝরে মেঘ মল্লার বাদলে ঝম ঝমা ঝম গানে;
প্রকৃতি ছুঁইয়ে জীবন সাজা আঁধারে চন্দ্র খেলা
হারিয়ে গেছে চাঁদের মায়া কোন সে বিষন্ন বেলা
খুঁজিতে তারে পিছে পিছে ঘুরে সারা স্বপ্ন মেলা
আধো কালো দুনিয়াতে বিপন্নতা ঘুচে দিশেহারা
যেই এসেছে বৃষ্টির ঝাঁক এলো মেলো দলহারা
ক্ষয়ে ক্ষয়ে তাবর বেলা রাত্রি জঁপে আপনপারা;
১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।