______অভিভূত অভিমান
তুমি অভিমানের খরায় পুড়ে ছাই
বালুকা বেলায়;
কোন কিছুতেই মন ভরে না? মন বসে না কাজে
অস্থির দোহনে দিশাহারা
সময়, ক্ষণ, কাল!
সব যেন ক্ষেপেছে আজ, তোমার দিকেই তোমার তীর
বিচ্ছিন্ন পতনের অবগাহন অসহ্য যন্ত্রণার পলক
আসন্ন আসন পেতেছ আজ
যেন শারদীয় কাশফুল।
ফিরে ফিরে আসে তোমার দ্বারে
আঁচল উড়িয়ে ওড়ায়ে পলক ঠেলে ঠেলে করেছো বিদায়
যাইনি মোটে সরে! আবার এসেছে দ্বারে তোমার
কদম্ব সমীপে করিতে অভিমানের খসড়া নালিশ
দাও দাও; ফিরে যাক আবার, অভিভূত অভিমান
কলঙ্কে ডুবা, ডুব সাঁতারে ডুবে যাক বার বার।
১৪২৭/ আশ্বিন/শরৎ কাল