---দেখেছে শুধু ঐ শঙ্খচিল
কই সে তো ছুঁয়ে দেখেনি কখনো?
হৃদয়ের খরা; দেখেছে শুধু ঐ শঙ্খচিল!
আকাশে উড়ে উড়ে চেয়ে চেয়ে কুড়িয়েছে
হৃদয়ের খণ্ডিত দহনের স্ফুলিঙ্গ!
তাই তো সয়ে যাতনা যত; ক্ষয়ে ক্ষয়ে হৃদয় পোড়া
খসে পড়া পালকে নিত্য প্রেম পুঁজা
অবনীর পরে ধুলায় জনম ধরে।
সেই পালক ছুঁইয়েছে পথিকের নগ্ন পা
ধুলোর আঁচড়ে যে মৌনতা কুড়ায়,
তা উড়ে গেল হাওয়ায়; শঙ্খচিল অপেক্ষায় ছিল তারই
পালক ছুঁয়ে ছুঁয়ে; সেই তোমারই বিরহের জাবর কাটে
আকাশ চাতালে ঐ উড়ে উড়ে।
বেশ তো তোমার যাতনা কতক নিয়েছে কেড়ে
ঐ বেভুলা শঙ্খচিল, তোমার মুক্তির লোভে সে তো
সহসা তৎপর, বুনে ছিল কালে কালে পথিকের নিশানা ছুঁয়ে
যদি ফিরে সে কোন এক জনমে?
১৪২৫/ কার্তিক/ হেমন্তকাল।