_______শুধু বাসনা বাঁচে অমৃতের আশায়
কেমন পদ্য চাও তুমি?
মাঘের হারকাঁপানো শীতের মতো
কনকনে এক চিলতে রৌদ্র চাওয়া কুয়াশার আঁধারে।
না কি ভালোবাসা?
চাওয়ার আবিষ্ট যত সুমিষ্ট বাণীর আঁধারে
কেবলই বিরহ পোড়ায়।
যত সামান্য মাঘের শৈত্য কাঁপন নির্ঝর আপস নামায়
লেখা ছিল; কেবলই চাওয়া পাওয়ার বৃত্তান্ত।
তুমি ভুলে গেছো বেশ
ভুলে আছো তাও ভালো; কোন অভিযোগে নেই?
বিদ্রূপ নেই; শুধুই আক্ষেপ বুকভরা, তা টের পাওয়া যায় ঐ নৈঃশব্দ্যে
পদ্যের আঙিনায় বিন্দু বিন্দু সময় ক্ষয়ে ক্ষয়ে খসে পরে ধুলায়;
তোমার অভিমান বাড়ে মৃত্তিকার কোলাহলে ডুবে।
কেমন পদ্য চাও বলো?
নিঃশেষ হতে হতে নৈঃশব্দ্যের কোণাগুলো যখন বিঁধে আতঙ্কে
ভালোবাসার ঘোর যাতনা পোড়ায় ততো
কোন সন্ধি ছিল না তো?
শুধু বাসনা বাঁচে অমৃতের আশায়।
১৪২৮/ মাঘ/ শীত কাল।