_____একদিন আপনি আপন
একদিন আপনি আপন
মৃদু হরষে,
পথে যেতে যেতে আনমনা পথিক স্বজন
ফিরে দ্যাখা তারই আপনজন।
হয়নি কথা! তার সাথে
কি জানি কি অভিমানে? ফিরে দ্যাখেনি সেও তো আর
চোখের নিশানা মিলিয়ে যায়; ক্ষণ কালেই।
সময় ঢলে পড়ে
আচমকা যেন সাঁঝ নামে, পথিক তার পথে পথে
সেই পিছন ফিরে দ্যাখার আত্মমগ্নে নিমজ্জিত
পায়ের কদম স্তিমিত;
ধুলোর আবিরে ছাপ আঁকে নিত্য
অবিনাশী বিষণ্ণ লয় তারেই খুঁজে খুঁজে ফিরে
পৃথিবীর মগন পথে পথে।
১৪২৭/শরত/ভাদ্র