________একদিন সব ফুরিয়ে যায়
একদিন সব ফুরিয়ে যায়
চাহিদা অথবা বিড়ম্বনা।
আবার এমনও
না পাওয়ায় চাহিদা বাড়ে
ভাটির টানের মতো; বয়ে চলা বহ্নিশিখা বিনে
যেতে হয় তাই যাওয়া।
আসার পথ তো ভুলে যায়
যাওয়ার পথও বে ভুলা।
রঙ্গিন ঝালোরে এ কোন স্বপ্ন ভুলায়
নদীর জলে চিক চিক রৌদ্রের মতো
যেন তন্দ্রায় ঢেউ খেলে যায় বিমনা হাওয়া;
তাড়িত করে বর্ষার মেঘ
বৃষ্টির, আনমনা কত কতক ফোটা?
বিমর্ষ নগরে শরীর ভেজায়।
যাওয়ার পথও জলে ভিজে,
আনকোড়া কাদাজল।
বৃষ্টির মৌনতা গিলে; ফেরায় যাওয়া পথ
আসার পথ ভুলেছে কবে?
মনে পরে না, মনে বাধে না
আচল খোলা সব ফুরিয়ে যায় নিয়ম মেপে
সময়ের জৌলুস; একদিন সব ফুরিয়ে যায়।
১৪২৯/ আষাঢ়/বর্ষাকাল।