_______যেতে যেতে পথে
যেতে যেতে পথে,
পথিকের পথ ফুরায় একদিন।
চলার পথে রোমাঞ্চিত জীবন নিঃশেষ হয় তাও একদিন
সেই নিঃশেষিত জীবনের অবসান যে কোন সময়
তা জানা নেই কারোরই।
তবুও পথিকের পথে চলার বিরাম নেই
চলছে পথে তো চলছেই; ধান সিঁড়ি পেরিয়ে দিগন্ত অপার
পাখিদের পথ পেরিয়ে ঐ শঙ্খচিলের পথ ধরে
জানা অজানায় নক্ষত্র আঁধারে।
অতীতের আড়ম্বর বিবস নেশা মাতিয়ে রাখে
আরণ্যক ঐ বিমর্ষতায়।
এবার পথিক থমকে দাঁড়ায় ঐ আকাশ পানে চেয়ে চেয়ে
যেথায় কর্ম বাসনা সাজে! মহাপ্রলয় ধ্বংসের পাড়ে
তারে বিনে মুক্তির স্বাদ নাহি ললাটে জুটে; সাধিবে কেমনে?
নিঃস্ব অতীব ক্ষমা কর, ক্ষমা কর মোরে,,,,
১৪২৭/অগ্রহায়ণ / হেমন্তকাল