______এমন দিনে মধু মাসে
এমন দিনে মাথার ব্যমো
আকাশ জোড়া
বৃষ্টি আছে দ্যাখো জমে
মেঘে ভরা।
জল ডুবা সন্ধ্যা বেলায়
আলোর খেলা
আয় তোরা আয়
বাঁধন হারা।
গরম ছুটে তাই
এমন দিনে মধু মাসে
গাছের ডালে তাই
ফল পাকে রাঙা রসে।
লিচুর ঝোপায়
জোছনা রাতে বাদুড় ঝুলে
লেজ উচিয়ে
কাঠবিড়ালী জামের ডালে।
১৪২৯/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।