----বর্ষার দুঃখ কষ্টে সুখ ভাসে
শ্রাবণের রিমঝিম বাদল দিনে
আকাশ ঢাকে মেঘে,
তুই যে মোর বন্ধু সখা
ভুতু সোনার মেঘের ভেলা।
লজ্জাবতী ডুব সাঁতারে জেগে উঠে
থৈ থৈ ঐ বানের জলে
মাছের পোনা ঝাঁক বেঁধেছে
বানে ভাসা শেওলা ঘিরে।
ছাগল, বাছুর ভেলায় ভাসে
কৃষকের গরু সাঁতার কাটে
ঘরের টুঁইয়ে বসে কান্দে
হাজারো অসহায় বানভাসি।
বানের জলে যায় ভেসে যায়
ঘোলা জলের পানা
ঘর বাড়ী সব ভাসিয়ে গেল
অসহায় মানুষ কত, সর্বহারা?
১৪২৬/ শ্রাবণ/ বর্ষাকাল