-বকেয়া কথা
কথা আবার বকেয়া
এমন কোন ধারা কেবা কি যে বলবে?
কথার মাত্রায় সবাই কি থাকি?
যত কথা যখন তখন, অবিরত পলে পলে
কথা না কি সবাই কয়?
কথা কয় মাটি সোদা গন্ধ দিয়ে
কথা কয় ধুলো উড়ে উড়ে
কথা কয় বায়ু শুধু চলা চলে
কথা কয় কীট পতঙ্গ গানে গানে
কথা কয় পাখি সুর সাধে ডালে
কথা কয় গাঙচিল নদীর জলে ঢেউয়ে
কথা কয় ফুল রাঙা দলে আবির মেখে
কথা নাকি সবাই কয়
মুখ ঠোঁটে চোখাচখি কানাকানি
এত এত কথার মাঝেও রয়ে যায় কত কথা?
সে তো কথার বয়েকা; তাহার সাথে না বলা কথা ছিল
এমনি কথার প্রাচায্যে যুগের কালে কাল
রয়ে যায় কত কথা! মেঘ বালিকার কথা
১৪২৫/ বৈশাখ/গ্রীষ্মকাল।