_______এবার প্রতারক রাত্রি ফুরায়
রাতভর আঁধারে
কান্নার অমানিশায় তুমি প্রচ্ছন্ন কামনায়
স্রোতনী জলের ধারার মতো
কালো আবিরে মত্ততায় ডুবে।
জানি জেগে ছিল মাছ তার মোহনায়
স্রোতনীর খেলায় মেতে বাসনায় তৎপর;
সুদূর চাঁদ পরমা
জোছনায় আবির ঢালে ছোপ ছোপ আঁধার ক্ষয়ে
প্রিয়তম আসবে বলে।
স্বপ্নডোর ঘুমে কাতর পৃথিবী নীরব, নন্দন কোলাহলে
যত সামান্য নিঃশ্বাস নরেচরে বসে
ফিরবে বলে প্রতারক স্বপ্ন চুপিসারে
হারিয়ে যায়।
এবার প্রতারক রাত্রি ফুরায়।
আজ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০