______এখন তবে থাক
এখন তবে থাক,
বজ্র জটিল লড়াই হউক তবে হউক সমুখে সবার
রৌদ্র তাপে প্রদাহ বিলাপ যাক ছাপিয়ে যাক তেপান্তর ছাড়িয়ে
বনবিহারী সৌম্য কাননে।
জ্বলে উঠুক জ্বলে বরফ ঢাকা নদীর নিঃশ্বাস টেনে ধরে
যাক পুড়ে যাক অনন্ত সীমাহীন বৃত্তটুকৃ।
ভেঙ্গে পড়ে যাক পড়ে কোজাগরী চাঁদের দর্পণে।
তবে বুঝবে এবার বুঝবে বিষন্ন চেতনা অমোঘ বাণী;
সয়েছে সবাই এবার সইবে।
চেতন ফিরে এলে ঘাই খাওয়া ঘুরিটার, আকাশ সীমানা ছাড়িয়ে গেল,
গেল অনন্ত গহিনে। চাওয়ার সীমানায় ফিরে এলো আবার,
আবার সীমানা পথে রওনা দিল ঐ সে বিবাগী পথিক;
এখন তবে থাক।
১৪২৯/জ্যৈষ্ঠ/ গ্রীষ্মকাল।