-------এখন নিত্য চোখ বুঁজে রই
এখন নিত্য দিন চোখ বুঁজে, আঁধার ঘোরে রই
আলোতে বড়ই ভয়, আপাদমস্তক লুকানোর
যদি কেউ দেখে ফেলে।
যদি কেউ চিনে ফেলে,
অচেনা বসনে; আলোতে হারিয়ে যাই এখানে ওখানে
অদৃশ্য হয়ে সবার সনে ঘুরে বেড়াই
আলোর মাঝে আমাকে লুকাই
এখন নিত্য চোখ বুঁজে রই।
দেখার নাই বালাই, যেন অন্ধ পথিক
আলোতে ডুবে কাঁঠির ছোঁয়ায় পথ হেঁটে হেঁটে
সেই পথ চেনা হয়েছে কবে; এখন আর হোঁচোট খাই না
মাঝে মাঝে কাঁঠিটা ছোঁয়াতেই ভুলে যাই
পথ আমাকে নিয়ে যায় পথে
চেনা অচেনার বালাই নাই; এখন নিত্য চোখ বুঁজে রই।
বেলা ঢলে পড়েছে অপরাহ্ণ!
বুঝবার বাঁকি রয় না আর;
এখন নিত্য চোখ বুঁজে রই।
১৪২৬/ শ্রাবণ/ বর্ষাকাল।