____এবার ক্ষুধা পেলে চিৎকার করো না

আঘাত পেলে চিৎকার করো না
সয়ে যাও প্রাতে।

অন্তর জ্বালায় পুড়ে যাক;
দ্রোহের নিঃশব্দ, নিভৃতে জেগে থাকুক
চোখ দুটি যেন অনন্ত প্রহরী হয়ে।
কয়লা আগুনে পোড়া;
কয়লা সয়ে সয়ে প্রাপ্ত ছাইয়ে
শেষ পেঁড়েক আঁটে নিঃস্ব হতে হতে।

স্বপ্নচারী বুননে
হতাশার জাল ফাঁদে মাকড়সা;
নিবিড় কার্নিশে প্রহরায়!
গেঁথে যায় জালে; প্রহর নিবৃত হলে
ক্ষুধার তীব্র পিপাসায় হন্তদন্ত হয়ে গোগ্রাসে গিলে
এবার স্বপ্নচারী বুননে
ফাঁদ গুটিয়ে নিলে আলোর কলোবরে
চুর নেশায় নিবৃত ঘটে।

এবার ক্ষুধা পেলে চিৎকার করো না
পাথরে পেট বাঁধো।
ক্ষুধার প্রয়াত বাসনা পুড়াও পুড়ে পুড়ে
মানব জনম শুদ্ধ করো
শরীরে আত্মার দ্রোহে।

আজ ২০ ফাল্গুন ১৪২৯