______নতুন করে দ্রষ্টব্য
নতুন করে দ্রষ্টব্য
ব্যাপক কবিতার আলখেল্লা; খোলা আকাশ জুড়ে খোলা হাওয়া
কাকের বাসায় ঝুলে সাপের এড়ানো খসে পড়া খোলস।
ওম যত চুরি হয়ে যায়
ভাতের থালায় নিত্য ক্ষুধার নালিশ
আনা কড়ির।
কালে কালে বোধের ফলা মরীচিকায় ভোতা যেন
শানিত বৈষম্যের তীর বিঁধে রইছে কালের গায়ে।
ইতিহাস তর্ক ভুলায়
ভোতা বোধে শৈথিল্য কোষ প্রাচীর
এবার ভাঙ্গবে; প্রাচুর্য চিনে ফেরা
আঙ্গিক তুমি বিনে
না হয় রইলে পড়ে খণ্ডিত ইতিহাসে
রাত ফুরাবেই।
১৪২৭/ বসন্ত কাল/ ফাল্গুন।