________কেউ কোথাও নেই
বিগত পদ্যের
লেজুড় ছেঁড়া যেন পৌষের কুয়াশা।
শিশির ধোয়া সবুজ ঘাস
ধুলোসব সিক্ততা জোড়ানো
পথিকের পাদুকায়
আঠা সম বিদ্রূপে পথ চলায় ঠোঁট কাঁপে।
সবে ঝলমোলানো ভোরে আলো ফোটে
পুকুর জলের ঢেউয়ে ঝিকিমিকি
নির্লিপ্ততায় মেইয়ে যায়;
কুয়াশার গায়ে যেন বাতাসের শরীর
আচানক মর্ম ঘায়ে ধেয়ে যায়।
উত্তরের ক্ষেপ
কাঞ্চন জঙ্ঘা ঐ
নন্দন খেলায় মাতে শুভ্রররফ স্নানে
কুয়াশার আঁধারে পথহারা পথিকের মতো
লেজ উচিয়ে কাঠবিড়ালী
উদম খুনসুটি,ছুটাছুটি পৌষ আবহনে।
এখানে ওখানে
কেউ কোথাও নেই ! পথিক পথের অম্বরে
পৌষের মৌনতা আঁকে;
খসে পড়া শঙ্খচিলের পালক।
আজ ৯ পৌষ ১৪৩০