_____শীত নিদ্রা নেই, নেই অবসর
পৌষের রোদমাখা দুপুর গড়িয়ে
ঢলে পড়া বেলা; রোদের মাখো মাখো মায়া পরশ বলায়
ধুলো মাখা সবুজ ঘাস।
সবে রৌদ্র মাখা মায়া খিলখিলিয়ে হাসে
বিষন্ন সবুজ পাতার ফাঁকে; বৃক্ষের শীর্ণতায় পাখির ঝাঁকের
কিচিরমিচির কলোরব।
কুয়াশা ঢাকা বন বাদারে
পাখির ঝাঁক দলবেঁধে রয়; আলস্য খুনসুটি উড়বে না বলে
এ ডাল ও ডাল করে স্বপ্ন বুনা।
বনে সবে নির্লিপ্ততা বাসা বাঁধে
সেঁতসেঁতে মরা পাতার স্তূপ; লাল পিঁপড়ার ঢিবি
কাঠবিড়ালীর আচানক ছুটাছুটি।
পিঁপড়ার সারি দল বেঁধে চলে
ঠাণ্ডা এসেছে মুখে মুখে খাবার; গুদাম জাত করতে
অবসরে বসে খাবার শীত নিদ্রায়।
শীত নিদ্রা নেই, নেই অবসর
পথিক তার তন্দ্রায় জেগে উঠে বার বার; পথের ঠিকানা যে তার অজানা
নিঝুম বনে পাতার স্তূপ, ছত্রাক দল মাড়িয়ে হেঁটে যায় অমানিশায়।
আজ ১১ পৌষ ১৪৩০