--নেই কোন বন্ধু?

আপনারে নাড়িয়ে চারিয়ে উন্মাতাল আহ্লাদে
কেটে ছিল কি কোন বেলা? শ্রাবণ সাঁঝ প্রাতে
দেখতে দেখতে শ্রাবণ মেঘে ঢেকে গেল যত ছাই রং
বৃষ্টির আঁধারে ঝম ঝম বরিষণে পথিক পথে বিষন্ন ঢং
এ কি আঁধার নেমে এলো? বন্ধুরা সব গেল পালিয়ে
অভাজনের সেই একই পথ একলা রয়ে গেল পিছে
বর্ষার নন্দন রুপে পরে গেল সারা থই থই জল স্রোতের
কইতে কথা প্রকৃতি সম সাথে সাথে এ কোন ভ্রম প্রাতে?

নেই কোন বন্ধু সাথে? অমরাবতীর প্রেম যায় জলে ভেসে
সুবর্ণ আগাছার জল ডুবা ফুল ফোটে জলের ঢেউ মেখে
কতক রং দেখে? ডুব সাঁতারে পানকৌড়ি প্রেম রসে মজে
বেলা শেষে সাঁঝে এ কোন মৌনতা সাজে? রঙধনু লাজে
নেই কোন বন্ধু পথিকের? এলো মেলো বেবস যথাতথা
দেখিতে দেখিতে দেখার সরোবরে, এ কোন ঢেউ পাথারে?


১৪২৫/ শ্রাবণ/ বর্ষাকাল।