পথের নয় ছয়
==========
বে ভুলা পথিক, পথ ভুলে যায়, কদাচিৎ থমকে দাঁড়ায়;
পথের সদা মাটির গন্ধ ভরা স্মৃতির আদলে পথের জলে জলছবি ভাসে
পথের প্রাণে পথিক প্রাণ সনে তার স্মৃতির আকাঙ্ক্ষা, চুপসে যাওয়া বেলুন
নির্বিঘ্নে সচল সম্মোহন, পথিকের চোখে যে
জ্বলজ্বলে আলোকবর্তিকা;
আতশবাজির মনোহর বিস্ময়ে ফিরে আসে পথের দিশা
নিক্তির মাপনে যেন সদ্য মাপন নিষ্পত্তি হয়।
আজ ১৮ আশ্বিন ১৪৩১