======আর ফিরে না
রং লাগা বসন্ত এখন বেমানান
ঢলে পরা বেলায়।
চাঁদ উঠে না। গভীর রাত বিষন্নতায় ভোগে
তথাকথিত নিয়ম মাফিক উঠে বটে
চুপিসারে মৌনতায় ডুবে।
এখন সময় বর বেশী দীর্ঘ থেকে দীর্ঘ তর হয়
নিছক স্বপ্ন জাগানিয়া হাওয়া বয়
যত্র তত্র এলো মেলো,
পদ্যে রং লাগা জোছনা ভাসে না
দীঘির পদ্ম জলে আর ঢেউ খেলে না।
স্বপ্নযুগোল পঞ্চমীর রাতে অপেক্ষায়
কুহেলিকা নিশুতি রাতে ডাকে না
চাঁদ দর্পণে পারদের বিচ্ছ্বুরণ
নিস্তব্ধতায় ডুবে।
মাটির সুডৌল সদা গন্ধ ছুটে বটে,
সুরের নির্মলতার মায়ার টান,
দোদুল্যমান কতক কথা খসে পরে
নির্লিপ্ততা অগোচরে।
যেন শুকনা পাতায় নূপুর বাজে
রং লাগা অভিমান, আর ফিরে না।
আজ ৩১ বৈশাখ ১৪৩১