______সন্ধ্যাবতীর পাড়ায় পাড়ায়
মাঘের সিঁথানে লেবুরঙ্গা বালিশ,
মেঘ তা' কুড়িয়ে নিয়ে পালিয়েছে
দিনের আলোয় তার টিকিটি খুঁজে পাওয়া যায় না;
আঁচল উড়িয়ে কোন দিগন্ত পাড়ে নিয়েছে ঠাঁই।
শুষ্ক হাওয়া মেঘ যে বড়ই বেমানান; শূন্য থলিতে জল নেই,
তৃঞ্চায় হা হুতাশে ঘুরে বেড়ায় রাতদিন।
উত্তরের ক্ষেপ নুয়ে পড়ে,
পাকা ক্ষেতের খরের মতো।
ভুঁই খাল বিলে এ বানের জল শুকাইতেছে ধিরে ধিরে,
পলির সোদা মাটির সেঁতসেঁতে গন্ধ ফুরিয়ে আসে।
ডোবার থকথকে কাদা জলে
দুরন্তপোনায় মাছ খল বলিয়ে উঠে।
কাদা জলে কানি বক, মাছরাঙা,
হলদে শালিকের ঝাঁক, দূরে দাঁড়কাক ডেকে উঠে।
মাঘের ধুয়াশার আকাশ জুড়ে
সোনালী ডানার চিলের হাঁক!
সন্ধ্যাবতীর পাড়ায় পাড়ায়; সাঁঝ ঘনালে
তারার জোছনায় ফিরে এ কোন সন্ধ্যাবতী?
আজ ২৯ মাঘ ১৪২৯