______অমৃত পাদুকা বেলা
কেমন জানি হয়ে যায় যাচ্ছে?
বেদনার অষ্টাদশী দহন চিতা জ্বলছে তো জ্বলছে
গুনে গুনে সব প্রহর ফুরাইলে এক সময়
রাত্রিও শেষ প্রহরে সেই চিতার অনলে যেন
পূজাবকাশ;
সেই মূর্চ্ছণার রেষ ফুরাইতে ফুরাইতে গহন লাগা দিন।
মাঘের ধুয়া কুয়াশায় আবৃত প্রলেপের খোলস পড়ছে খসে
কালবেলা করত কলের কাঠ পড়ছে চুবিয়ে
অমৃত পাদুকা বেলা।
অতলান্তে র তলে যায় হারিয়ে
ঘুমের তন্দ্রায় মুখোশের মতো র্নিজিব চুপি চুপি
পালিয়ে বেড়ায় বিরহ কঙ্কাল;
ভূত যাপনে রাত্রি নামে স্বপ্নের দিগন্ত পাড়ে
স্মৃতির আখড়ে যতটুকু সম্বল প্রেম সুরা সুরে
বাধিতে গীত, প্রতীক্ষায় তাবড় সুর ভৈরবী-,
১৪২৭/মাঘ/শীতকাল।