____ঐ হ্যামিলনের মায়ার বাঁশি
প্রেম মাপনের নিক্তি না কি?
আমি আর তুমি!
কত ধানে কত চাল কে কষে হিসেব তার?
মধ্যগগন মাঝে তারা
কোন টা যে শুকতারা?
সন্ধ্যা তারা নিভে যায় সাঁঝ ঘনালে
তুমি আমির মর্ম যাতনা; নিক্তির মাপনে কষ্টের আঁচল ভরে
সদলবলে তুষের আগুন ধিঁকি ধিঁকি জ্বলে
সুধা সনে দু পথে ঘোর টান।
এমনি ঘোর টান
তুমি আমির নিক্তি এবার সমুদ্র মহীসোপান
নীল জলে সমুদ্র স্নান; সফেদ ফেনায় ভেসে যায়
ঐ হ্যামিলনের মায়ার বাঁশি।
১৪২৬/মাঘ/শীতকাল।