_______ঘর আমার বায়ু মাখা
ঘর আমার বায়ু মাখা
ফ্যানের ঘূণিতে মাতাল-
খিরকির আলোতে চন্দ্র আর খেলে না যে!
চন্দ্র ছায়া বেড়িয়ে বেড়ায়;
পৃথিবী জুড়ে ক্ষ্যাপা হওয়ার মতো
বায়ু খেলে খেলে
ধুলো এখন ঘর ময়; ধুলো সিঁদ কেটে
দেরাজের সব অন্দর মহলে
ড্রয়ারে আনাচে কানাচে সেলফের তাক জুড়ে, বইয়ের মোলাটে
প্রচ্ছদ ঢাকে তার আবিরে;
ঘর আমার বায়ু মাখা।
ঘর আমার বায়ু মাখা
বায়ু খেলে খেলে ত্যক্ত বিরক্ত; তোমার মতো বিরক্তিতে
বলেই বসলে এ কি বাস যোগ্য ঘর?
থাক কি করে? বাতাস ধুলো সাথে করে।
চন্দ্র খেলে না, আলো মাখে না; তুমি তো পারো
একটু বেড়িয়ে আসতে প্রদীপ সমুখে।
তুমি তো প্রদীপ সর্বস্ব! না হয়. আঁধারেই রই।
১৪২৯/ভাদ্র/ শরৎ কাল।