________আমার সন্ধ্যাবতী
শৈশবে আমার সন্ধ্যাবতী
কৈশোরে আমার সন্ধ্যাবতী; বয়ঃসন্ধীকালে
আমার সন্ধ্যাবতী।
টোনাটুনির যৌবনে বাসা ঐ যে ডালিম ডালে
আমার সন্ধ্যাবতী।
কল পাড়ে পাকা আতা ফল পক্ষিতে খায়
আমার সন্ধ্যাবতী।
কলার মোচায় বাদুড় ঝুলে আঁধার রাতে
আমার সন্ধ্যাবতী।
শরৎ মেঘের রৌদ্র ছায়ায় ঢেকে থাকে
আমার সন্ধ্যাবতী।
কাকতাড়ুয়ার মাথার উপর বসে থাকে
আমার সন্ধ্যাবতী।
নগর আস্তিনে ভোর সাঁঝে আলো যে খেলে যায়
আমার সন্ধ্যাবতী।
পথিকের পাদুকা তলে ধুলা রহস্য সহসা মরীচিকায় মিশে
আমার সন্ধ্যাবতী।
পলে পলে ডাক দিয়ে যায় আমায় নগর ঘোরে
আমার সন্ধ্যাবতী।
বধুয়ার ঐ ঘোমটা মেলায় খিলখিলিয়ে সাঁঝের আলো
আমার সন্ধ্যাবতী।
ফিরবে বলে, রয়ে সয়ে রং চড়িয়ে স্বপ্ন মায়ায় ডাকে
আমার সন্ধ্যাবতী।
১৪২৯/ শরৎ কাল/ ভাদ্র