_______আধেক বাসনা
কই কোথায়?
কোথাও তো কেউ নাই? আমার সঙ্গ সহবাসে
নিত্য থাকে গতির ধারায় নির্যাস, হাওয়া প্রফুল্ল'
কই আর তো কেউ নেই?
সদা সহসা ফিরে, যায় আসে, কথক তালে
বেতালে কষ্ট বুঝে; নিঃস্ব নির্যাস বলি যাকে
অপরাহ্ণে ভাটির যাতনা বুঝে।
কই কেই তো কিছু বলেনি?
কোথায় কোথায় যেন শব্দ বাজে? কানে আসে শুধু
ঠাহর করা ভার! আবার কিছু বুঝার অনুধাবনে
পাত্তা পায় না মোটেই।
কই কিছু তো মনে পড়ছে না?
মনে তো নাই কিছুই? ভুলবার মতো তো কিছু ঘটে নাই?
তবে কেন ভাবনার আড়ালে আড়ি পাতা
শুনেছে কি কেউ? মনে রেখেছে কি কেউ?
মনে রাখার মতো পিৎবর্ণের; আধেক বাসনা
বসনে অচেনা,অমৃত সয়ে বাঁচে।
১৪২৭/ কার্তিক/ হেমন্তকাল।