---মিয়্রমান ক্ষণের স্তবক
প্রত্যহ কষ্ট,
মিয়্রমান ক্ষণের স্তবক!
কখনো ডুব সাঁতার, কখনো সন্তর্পণে
ব্যথিত ব্যথার যাতনা কোন মাপন সূত্রে?
উঠা নামা করে!
বুক পাঁজরে কতক তারে সূত্র ধরে রয়
সে কি তবে সুখ চিনে সদা শান্ত রয়?
কষ্ট পেলে বেজায় ছুটাছুটি রন্ধে রন্ধে কথা কয়
না কি বুক পাঁজরের সুবোধ রশি টান টান মরীচিকায়?
না কি কষ্ট দুঃখ তুচ্ছ অতি মনে মনেই থাক?
ধুলো সম হাওয়া পেলেই যাক উড়ে যাক।
সময় পেরুলেই অতীত সে তো আকাশ নীলের মতো
জীবন দশায় কত খেলা দ্যাখো! খেলে খোলা আকাশ।
তাই বুঝি যাতনা কষ্ট
রয়গো চাপা পরে!
হৃদমাঝারের কোন সে খপে, রয় পরে সে চুপিসারে?
আদি অন্ত সেই তো জানে!
কষ্টে শুধু বিভেদ খুঁজি
১৪২৫/ কার্তিক/ হেমন্তকাল।