_______মৃদুলা সুখ ভালোবাসা
কত কত অপেক্ষা ছিল
তোমাকে এক পলক দেখবার?
কত কত বাহানা ছিল
তোমাকে পিছন ফিরে দেখবার?
কত কথার আমন্ত্রণ ছিল
তোমাকে ভালোবাসার?
কত নির্ঘুম রাতের ভাবনা ছিল তোমারই তরে?
কত স্বপ্নের বাহানা ছিল তোমাকে পাবার?
এমনি পাবার নিমিত্তে
কবিতার কঙ্কালে তোমারই কত কত অবয়ব? বিরহ কঙ্কালে
আমৃত্যু ঝুলে রইল; বাসনার কুঞ্জবন।
সেই হতে, বাসনা মোর আঁটো সাঁটো সিক্ত নঙ্গর পাটাতন
কাঙাল পদ ভারে নিত্য পাদুকা তলে; বিমর্ষ যাতনায়
পথিকের পথের ধুলোর বিন্যাস মাগে
আর ছুঁইয়ে থাকে; মৃদুলা সুখ ভালোবাসা।
১৪২৭/ অগ্রহায়ণ/ হেমন্তকাল।