----প্রেম কথা
দুই একটা কথায় কি ঝগড়ার কারন?
বন্যতায়, কি বন্ধুত্ব হয়!
ভালো লাগায় বিশ্বাসের ঘনত্ব বাড়ে
তাতে কি প্রেম কথা কয়?
এমনি কত বৈরিতা,
তবুও সময় যায় হেসে খেলে
টক ঝাল মিষ্টি বেলুয়াড়ী সময় খানিক
স্মৃতি পটে নিত্য বাসা বাঁধে।
কই সে তো মুছে না? কিছু বা
বিষন্নতায় কত কত বিবর্ণ ছবি আঁকে?
সে তো রাশভারী বটে
প্রাণের সাথে মৌনতা ঘিরে থাকে।
১৪২৬/ শ্রাবণ/ বর্ষাকাল।