===প্রেম যাপন


জানি, আসবে না আর

তুমি ফিরবে না বলে!
বাসনা ক্ষয়ে কাল বয়ে যায়।
যুগের পর যুগ
অমোঘ আঁধারে
রাত্রি ঘনালে; অভিমানে জোছনাও ফুরায়।

অথচ তুমি ছিলে
সুবর্ণ লতা।

স্বপ্ন পোড়া বিরহ নিয়ে,
প্রেম যাপনে সর্ব সহা।
নিভে যাওয়া দ্বীপ জ্বলে ধিকি ধিকি
অন্তর পুড়ে খাক!
তবুও তুমি,
প্রেম ছুঁয়ে বাঁচো
কবিতা সাজা হয় না বটে
আলিঙ্গনে আড়ষ্টতা আঁটে
খিঁল খিঁলিয়ে ঠোঁটে
আঁধার ধুয়োশা মাখে।

তবুও তুমি,
প্রেম যাপনে সাহসিনী
সদা চলে সহসা যাপিত কাল
পুষ্প গহনে নিশিতে ও পুষ্প
ফোটে অবিরাম;
প্রেম যাপন শুধুই
অপেক্ষার আস্ফালন।

আজ ৯ বৈশাখ ১৪৩২