_____প্রেম, নির্লজ্জ বেহায়া লজ্জাবতী
এই তো বেশ আছি,
তোমায় ছেড়ে; অথচ দ্যাখো তুমিই শেখালে
অতীতের সিকা ছিঁড়ে
নন্দন প্রেম তোমার! ঠিক তোমার হয়েই রইল।
যত্ন আত্তির মোহ নয়
ঠিক জীবন গুছিয়ে বেঁচে রইলে; কালের পিরামিড
স্বপ্ন ভুলে। অতঃপর কাল তোমারই;
আমিত্বের চিহ্ন আজ বিবর্ণ।
খেড়ো খাতায়, টুক টাক যা কিছু অতীত মোহ
ফাঙ্গাস কাগজের পীতবর্ণে; আহম্মকের মতো
বেঁচে রয়। যদিও সবটুকু অতীত তোমারই;
তবুও আমারই সব! অধিকার গুনে।
ইতিহাস কথা বলে, প্রেমহীন মানুষ বাঁচে
যাতনা টুকু সাথে লয়ে; মৃত্যু নামের আঁধারে ডুবে
কেউ কেউ। কেউ ভেসে ভেসে তীরে উঠে! নতুন স্বপ্ন বুননে
বাসনা লয়ে; প্রেম সে কি? নির্লজ্জ বেহায়া লজ্জাবতী!
হেমন্তকাল/অগ্রাহয়ণ/১৪২৬