____প্রেম সে তো অনামে ফিরে বারং বার
কি ছিল তার?
খসে পড়া পালক; আধ খানা ভালো লাগার ছায়া
ঢলে পড়া বেলার মতো দীর্ঘ হতে হতে
সাঁঝ লালিমায় মিলায়।
সন্ধ্যা তারা মিলিয়ে গেল যবে
জেগে ছিল তবুও রাত গভীরে
ছায়া প্রতিবিম্ব জ্বলে জোনাক সলতে
যেন অমৃতলোকের স্বপ্ন কলা।
মেঘের আড়ালে মেঘের আধার
অতলান্তিক নীলিমায় মিলিয়ে যায় বারং বার
জোনাক প্রিদিম শিশিরে মৌণকলায় ভিজে সারা
রাত গভীরে স্বপ্ন ডুবে দিশাহারা কর্ণকুহরে।
চোখ তবুও জেগে রইল প্রবদ মননে
যদি ফিরে বাসনা টুকু ক্ষমা, ক্ষমা কর নিঃস্ব অবনী জুড়ে
কবিতার সে কি অদ্ভুত বাসনা কুড়ায়?
প্রেম সে তো অনামে ফিরে বারং বার।
১৪২৭/পৌষ/শীত কাল।