______চাওয়ার আঁধারে প্রেম
চাওয়ার আঁধারে প্রেম
বড়ই রহস্যময়; খাপছাড়া বোতলে যেন বন্দি
রুপার কাঠির ছোয়ায়
বার বার ফিরে যায় ফিরে আসে আচমকা।
মর্ত্যলোকে কালের বৃত্তে
ঘূর্ণি, মহা প্রলয়
নক্ষত্রপাত এক লোহমায় জ্যোতি খেলে যায়
চক্ষুষ্মান্ রহস্য লুকায় সহসা।
আকল বৃত্তে যোজন যোজন দ্রোহ,বিদ্রোহ
রহস্যে ঢাকে সহসা;
মনন বিভা ডুব সাঁতারের ডুবে রয়
কতক প্রশ্নবিদ্ধ বাসনা?
খোলা খিড়কি আঁধারে মিলায়
চাঁদ ডুবে ক্ষয়ে যায়, চুইয়ে পড়ছে দ্যাখো
কত কত রং ?
আঁধার সলতে পুড়ে পুড়ে বাসনা কুড়ায়
১৪২৭/ মাঘ/ শীতকাল।