-ভালোবাসার সেঁতু

ভালোবাসা কি মায়া? মননে বসবাস তার!
আত্মার সমীপে অহরহ, ছিটে ফোটায় ঘুরে বড়ায়
এখানে ওখানে যখন তখন আত্মীয় বুনে;
নাকি শরীরিও আত্মিক সোদা বসবাস?

পৃথিবী প্রাণীর সৃষ্টিকমল রসে
সহসা রসালো ভালোবাসায়,কালে কালে
যুগের ইতি কথায় প্রত্যয়ি প্রাঞ্জল, কোথা হতে আসে সে?
কোথায় তার নিত্য বসবাস?

ভাবনা প্রদ্বীপ জ্বেলে জ্বেলে নিঃস্ব কাল পেরুলো
তল হতে তল নাহি পায় আপনারে
কালে কালে যুগে যুগে শুধু স্হানান্তরে
মত্ত রয়ে গেল ছড়িয়ে আলো মতো করে;
যে যত পেরেছে ধরিতে আপন মনে? আপনারে
ভালোবাসার সোনা রোদ!
সে তো যুগে যুগে সেঁতু ধরে চলাচলে
আনমনে ছড়িয়েছে বিভাস; সুখ দুঃখ বিরহে,,,,,


--অসীম সসীমের আখ্যান

সময় ক্রান্তিকাল। নন্দন সে তো মহালয়। কালে কালে টানিতে কাছে, কত কত সুত্র পরাহত?  বৃত্তের ছক কসে, একই বিন্দু ছুঁয়ে নিত্য টানা টানি। না না ভূঁজে না না প্রতিছায়া। মেঘ নীলের ছায়ার মতো না না অন্তরায় রয়ে যায়। ক্রান্তিকাল না মিটে, না আসে নন্দন সুখ? এ যে মহাশুন্য অসীম সসীমের আখ্যান!


১৪২৫/ আষাঢ়/বর্ষাকাল।