______ প্রেম থলে
জমানো অতীত পাঁজা উইপোকার ঢিবি
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সব;
আনা কড়ি।
ছুঁতে পাড়েনি "প্রেম থলে" রাখে সে যতন করে
যক্ষের ধন বলে প্রতীয়মান;
মূল্য কানা কড়ি।
আনা কড়ি ছাই পাস
পাই যত; গতির আধারে ঠাই মিলেনি কভু
ছায়া অপপ্রাণ অনন্য পৃথিবীর
কূল হারা দিগন্ত পাড়।
কভু নিতে যাইনি তারে
"প্রেম থলে"
শেষ সম্বল জেনেও দিব্বি রইছে সে
অতীত পাঁজায়;
কালের গায়ে খণ্ডিত জীবন তার
অপরাহ্ণে মিলায় দূর বহু দূর।
১৪২৭/ ফাল্গুন/বসন্ত কাল।