জোছনা কুন্তল!
পৌষের হিম হিমে গেঁথেছে কতক শিশির কোনা
পাতা ঝরা আমলকী বনে শন শান হাওয়ার গান
এলো মেলো কুয়াশার ধবল ছোঁয়া জমে স্ফটিক দানা
মাকড়ষার জালে বিঁধে সদ্য আলোর প্রত্যয় খুঁজা মালা।
প্রত্যয় খুঁজে সদা পৌষে উত্তরের ক্ষেপ হিমেল হাওয়া
সন্ধ্যাবতী নতজানু আজ ক্ষীনকায় ওমে কুয়াশার চাদরে
অপরাহ্ণে ঢাকা সাঁঝ আজ বড়ই ম্রিয়মান বাতাসে কাঁপে
নাঙা সজনে ডালে বসে তিলা ঘুঘু ফুলিয়ে পালক গোলার।
পালকে ঢেকেছে হিমের আব্রু মা মুড়গিটা এক ঝাঁক ছানা
কুই কুই টিউ টিউ ঠোঁটে ঠোঁট খুঁটাখুঁটি এককোনা খাবারে
পৌষের হিম হিমে গেঁথেছে সন্ধ্যাবতীর সাঁঝ কুয়াশায়
নল খাগড়ার বনে খেলে যায় ধবল কুয়াশার শীতল হাওয়া।
পৌষের ঠাণ্ডা পরশ এলো মেলো নল খাগড়ার বন জুড়ে
বড়ই উচাটন ডাহুক ডাহুকী জোড়া মুখামুখি বসে
পাখার আব্রু তে সনাতন ওমের প্রত্যাশায় রাত গভীর হয়
তন্দ্রায় জাগে ছন্নছাড়া ওম বসন সন্ধ্যাবতীর পাড়ে; জোছনা কুন্তল!
১৪২৫/পৌষ-৪/শীত কাল।