-মায়ার আলো
জীবন থাকলেই বোধের মাপন
না রইলে প্রাণ পাটকাঠি, সেথায় যে যোজন যোজন পরিতাক্ত
মৃক্তিকা চুঁষে করে গ্রহন, অমানিশার মায়ার আলো কোথায় যে পালিয়ে ঘুরে?
প্রাণ শুধালেই সেই আলোটা বোধের সলতেতে জ্বালে বাতি। মায়ার আলো কেমন বটে?
কিসে সে ধরে বাঁচে? মায়া নামক বেজায় টান; আকাশ দ্যাখে মুখ ঢাকে
সেই মায়াটা বাঁচতে শেখায় বোধের সুতায় নাই বা ঝুলে!
এলো মেলো জড় জীবের মৃত্যু রসের রসানলে
সোদা মাটির মায়ার ঘ্রাণ।
বোধের মাপন কিসের তরে?
জীবন সে তো ক্ষণকালের; সেই কালটা ধরতে বুঝি
জড় জীবন ফিরে এলো।
১৪২৫/ বৈশাখ/গ্রীষ্মকাল।