=====জীবন মুক্তির বিন্যাস

প্রাণে জীবন বাড়ে, পাপ পূণ্যের হিসাব কষে
বাড়তি জীবনের আয়ু খসে পড়ে তরতরিয়ে,
মিহি ঢেউয়ের স্রোতের মতো!

কত কথার বলিরেখা দিচ্ছে জানান?
বয়ঃসন্ধি অপর বেলায়; কাক ডেকে যায় উড়ে উড়ে
পশ্চিমে ধেয়ে উত্তরের দিকে।
সাঁঝ ঘনালে পার্থিব বেলায় অবশন্যের চিহ্ন আঁকে
আকাশ ময় যেন নানা রং এর রঙতুলির মিশেল।
নক্ষত্র মেলায় তারারা সব গুনগুনিয়ে গায়
ঘাসের আঁধার জুড়ে; জোনাকিরা জেগে উঠে
প্রত্যুষের মতো সতেজ স্বপ্ন মহারণে তন্দ্রায় জাগে।

পাপের বেহাল দশায়!
পূণ্যের থলি নিঃস্ব পড়ে রয়
যত সামান্য যা জুটে তাও অতি সামান্য বটে
সূক্ষ্ম মাপন মানদন্ডে।
ভোতা বোধের কাল যাপনে
বিস্তর পাপের বেড়াজাল আশে পাশে সব খানে;
সময় কাল তা রেখেছে ঢেকে!
ঢাকনা খুলেই বেড়িয়ে আসে
ভুবন মোহিনী লোভ চাতুর্যের কর্ম যত!

জীবন মুক্তির বিন্যাস!
বুঝি এমনি বিশৃঙ্খল;
কতক ধাপে নিয়ন্ত্রিত? যদি বোধের আগল খুলো!

আজ ৬ অগ্রহায়ণ ১৪৩১