---জনম ভর প্রাণের মাখামাখি
আঁকা বাঁকা চলে পথিক, জানে পথের দিশা
মন চলে যে কোন পথে? খবর তার কে রাখে
যার খবর তার কাছে রয়! বাঁকা পথে মন চলে যায়;
সরল পথের শুনলে কথা, পথিক মনে দ্বিধা জাগে।
মন কি চলে মনের পথ? পথিক কি তাই সাধে?
নাকি পথিক পথে পথিকের মতো? মন শুধু রয় তারই পিছে
নাকি মন সে চলে মনের মতো? পথিক হাঁটে তারই পিছে।
এমনি করে মন পথিকের, পথিক সনে রয় হেঁটে চলে
তাই বুঝি পথিক বেবস পথে, মন কি তারে ফেরায় পথে?
এমনি পথের আদি অন্ত; পথিক জানে আর তার মন জানে।
মন যদি হয় পথিক বসন, পথিক তবে মনের কি?
পথিক যদি হয় মনের ভূষণ, মন পথিকের কি বেশ?
মন পবনে মেঘে মতো, পথিক মন অঙ্গাঙ্গি জীবন পথের তরে
তাই তে সদা বায়ু সনে, জনম ভর প্রাণের মাখামাখি।
১৪২৫/কার্তিক/ হেমন্তকাল।