---------মুক্তি সখা
প্রথা সিদ্ধ কথা গুলো, এঁকে বেঁকে ফুরত
জটলায় জমেছিল বেশ, বন্ধুদের যত অকথা
প্রথা বিদ্ধ কথা যথাতথা, অমানিশায় মিলিয়ে যায়।
যাক তা ভেসে যাক
বর্ষার জলে, নির্মমতা নিমগ্নতার
অসহায়ের মতো;
মাছের পোনার ঝাঁক সুবোধ মাতৃত্বে
ঘুরে বেড়ায় শেওলা জলে।
চেয়ে ছিল আকাশ, অমরত্বের সুধা রসে
বর্ষার জলে একি কথা যায় ভেসে স্রোতে, পরি মরি করে?
বাঁধার আহ্বানে শোনে না কেউ?
তার কথা, যাতনা ঘোরে কেটে যায় সুবোধ কাল
তারে আমি যে, মুক্তি সখা নামে ডাকি
রইলে সাথে জীবন ভর! প্রথা বিদ্ধ অঙ্গনে
মুক্তি সখা ফিরে না আর কখনো
প্রথা সিদ্ধ আমার প্রাঙ্গণে; সেথায় এখন বর্ষার জল
শেওলা ঘন বানে পোনামাছের ঝাঁক।
১৪২৬/২৫, আষাঢ়/ বর্ষাকাল