______সবিনয় প্রেম আসুক ফিরে শ্রাবণে

লজ্জাবতীর ঝাড়ে এ কি ছোঁয়া?
আধো বৃষ্টির ধারায়;
নন্দন মায়ায় এ কোন বিরহ পোড়া দহন?
ধোঁয়ার আদলে ঝর ঝর বাদল;
বাবলার ডালে তিলাঘুঘু ভিজে সারা
মেঘ বালিকা ডেকে ডেকে যায়
ঐ দূর নীলিমায়।

রাধার আঁচল চুইয়ে চুইয়ে বিরহী প্রেম
বৃষ্টি বাদল হয়ে ঝরে
ময়ূর পেখম খোলা সাঁঝ; শ্রাবণ অমানিশায়
আকুল হে পারা বার
সবিনয় প্রেম আসুক ফিরে শ্রাবণে।

১৪২৭/শ্রাবণ/২৭