________আমাকে যেতে দাও
আমাকে যেতে দাও
সীমানা ওপার; দেখা হয়নি যে কত কি?
স্থান, পাত্র, কাল।
যতদূর চোখ যায়, দেখেছি তো
তবও আনাচে কানাচে রয়েছে গেছে দেখা বাঁকি
সে তো দেখছি ঘুরে ফিরে;
ওপারের পথে তো হাটাও হয়নি পথিক পবন পথে
তাই দেখাও হয়নি চারপাশ।
তাই তো যেতে চাই সীমানার ওপারে
দেখার কৌতূহল বাড়ে বটে; আবার ভাবি কি এমন?
আছে সেথায়, চঞ্চল মন ভরাবে অবিরত।
না কি এমনি সবই?
সব খানে তাই, পাহাড়, পর্বত, নদী, নারী, গাছ লতা পাতা
শীত, বর্ষা, বসন্ত।
চৈত্র এ ঢালে গরম প্রদাহ
মাঘে শীত।
সীমানার ওপার
সাত তারা মেলা জোনাক কুঞ্জে নক্ষত্র পুঞ্জ
আলোর দিশায়; সীমানা ওপার
আধুলির এপিট ওপিট
তাই কি ? না কি অনন্ত মোহ? ঠিক বালুয়ারি
ধোঁয়াশার মরীচিকা; এপার ওপার
একই নিক্তির দুই পাল্লা সমান্তরাল নয়
আমাকে যেতে দাও।
আজ ৮ চৈত্র ১৪২৯