====শেষ দিন, মাঘের

শীতের শীর্ণতা,
এবার আড়মোড়া ভাঙ্গার সুরে
সুর মিলায় নিভু নিভু উত্তরের হাওয়া
খোলস এরানো সরীসৃপের মতো জেগে উঠার পালা।
পাতা ঝরার স্তূপ এবার নিস্তব্ধতায় জানান দেয়
উড়াল হাওয়ার মাতোম
ঝরে পড়া, মোরা পাতারা শিশির ভেজা আত্মজা
এবার ছেড়ে যেতে চায়।

হিমের গহন লাগা মায়া
টান টান উঞ্চতা বিলানো আহবানে
দক্ষিণা হাওয়ার ভালোবাসা খুঁজে!
নতুন পাতায় যৌবন সাজে
পাখিরা পাকনা ঝাড়ে; খসে পড়া পালকে
হিমের মৌণতা মুছে।

এবার উড়বে যৌবন রাঙা বসনে
প্রকৃতির প্রেম সুধা সনে;
গাছে গাছে রাঙা পুষ্প সুবাসিত বাসনা লয়ে
ফিরে যাও! ফিরে এসো আবার
অমোঘ নন্দন তৃঞ্চায়! যদি ফাগুন মুর্চ্ছা যায়

আজ ৩০ মাঘ ১৪৩১