______কাকতাড়ুয়া বিলাপ
বিষবৃক্ষ,
একদিন আগাছা ছিল
পত্র শাখা উদাস ছায়া হারা।
এখন তার দেহবল্লরী মাথা উঁচু
নীলাকাশ ছুঁই ছুঁই
পত্র ছায়া দোল খায়
ধুলোর আবিরে মাখা। অরন্যে ভুখা অন্যন্য গাছ
মৃত্তিকা শোষণে সবজল
বিষবৃক্ষ টেনে বাঁচে। অরন্যের সব জৌলুস লুট হযে যায়
চৈত্রের খরা বুকে।
চৈত্র বলে হেসে:
বসন্ত ফিরবে বলে, পোড়ায়ে পুড়ে
বেদনার দ্রোহে বাঁচে।
বিষবৃক্ষের ডালে শঙ্খচিল উড়ে বসে
তুমি তো কেড়েছো! বসন্ত বিলাপ মৌনতা
সবুজ হারা অরন্যে
কাকতাড়ুয়া বিলাপ।
বিষবৃক্ষ,
একদিন আগাছা ছিল
আজ ২৮ চৈত্র ১৪২৯