______কাশবনে কাশফুল
ঝাউ চড়ে কাশফুল
হেলে দুলে নাচে, নীল আকাশে মেঘের ভেলা
দিগন্তে ঐ ছুটে।
কাশবনে কাশফুল
রৌদ্র ছায়ায় হাসে, মেঘের ভেলায় মেঘ বালিকা
না না রং এ সাজে।
এমনি করে শরৎ বেলা
যায় রে ঢলে সাঁঝে, সোনা ঝরা আলপনা আঁকে
ঐ মেঘ পাহাড়ের গায়ে।
১৪২৭/ভাদ্র/শরৎ কাল।