=======শুধু অপেক্ষার পালাবদল
কোটি কোটি মানুষে পৃথিবী ঠাসা
গোত্র, দল জাতি, জাতিতে বিভক্ত; শুধু লোহিত কণায় সমাদ্রিত
পুষ্পিত কোলাহলে! আবার জন্ম, হত্যা, মৃত্যু শোক গাঁথা।
কোথা ও পাপ পুণ্য এ হিসেব কষে যত সামান্য
কোথা ও অজাচারে পূর্ণ; অসৎ সত্য বিকয় নিমেষে
বুদ্ধির চাতুরতায় সত্য হরণ! লোভ, চার্তুয্যতায়
যাপিত উচ্ছ্বল জীবন।
অসত্যের দোলায় চলে নিপুণ পাপের পৃথিবী
সভ্যতার চাদরে ঢেকে; যে সভ্যতা বার বার
স্বাধীন চেতনায় বাঁচতে চায়! নিজের মতো স্বাধীন অস্তিত্ব ভাবে
ধর্মে তুচ্ছ-তাচ্ছিল্যে ঠেলে, নিতি বাক্য ভেবে!
মৃত্যুর ঘোর দৌড়ে ক্লান্ত বসনেই মৃত্যু অবধারিত;
জেনেও পাপের মোহে ডুবে! সুখের শামিয়ানা ভাবে।
পাপ গুনে বাঁচো; মৃত্যু আসবেই! ক্ষণ ক্ষয়ে সময় বাড়ে
শুধু অপেক্ষার পালাবদল।
আজ ১ অগ্রহায়ণ ১৪৩১